ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাইয়ের আহতরা

আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:১১ এএম


ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাইয়ের আহতরা

সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা।

এসময় তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

যমুনার সামনে দেখা যায়, আহতরা সেখানে অবস্থান নিয়ে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

আহতদের সুচিকিৎসার দেওয়া হচ্ছে না জানিয়ে তারা বলেন, আগে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তারপর সংস্কার, দল গোছানো ও নির্বাচন।

অভিযোগ জানিয়ে আহতরা বলেন, হাসনাত, সারজিস ও সমন্বয়করা আহতদের পরিবারের খোঁজখবর না নিয়ে রাজনৈতিক দল গোছানো নিয়ে ব্যস্ত। আহতদের পুনর্বাসন করার জন্য সরকার শুধু বলেছে, কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা বাস্তবে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে পাইনি।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাদের সঙ্গে কথা বলতে এলেও আহতরা তার সঙ্গে কথা বলতে রাজি হননি।

আহতরা বলেন, হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ না। স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব অথবা প্রধান উপদেষ্টা তাদের মধ্য থেকে যেকোনো একজন এসে তাদের বক্তব্য দেবেন। সবশেষ রাত ১টায়ও আহতরা যমুনার সামনে অবস্থান করছিলেন।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

এসময় তারা চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্য করার অভিযোগ তোলেন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission